আহসান হাবীব সুমন
কচুয়ার সুবিধপুরে গ্রামে নতুন ব্রিজের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। গত শনিবার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে নতুন ব্রিজের ভিত্তিপ্রস্তর করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী মো. ইমাম হোসাইন মজুমদার মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন কবীর, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক প্রমুখ।
১৬ জুলাই, ২০১৯।