কচুয়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন


আহসান হাবীব সুমন
‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এ স্লোগানে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কচুয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে ফিতা কেটে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। মেলায় বনজ ও ফলজের বিভিন্ন রকমের প্রায় ২৫টি স্টল স্থান পেয়েছে। এসময় অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন রকমের স্টলগুলো পরিদর্শন করেন।
পরে আলোচনা সভায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়ার সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একিমিত্র চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহসান হাবীব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. মুবিন প্রমুখ।
তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে কৃষক, কষাণী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫শ’ ফলজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

২৪ সেপ্টেম্বর, ২০১৯।