কচুয়ায় ফিলিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন


আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার সাচারে এলপিজি অটোগ্যাস ও ফুয়েল এন্ড ফিলিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত রোববার উপজেলা সাচার বাজারে অবস্থিত সাচারে মিতুমনি এলপিজি অটোগ্যাস ও ফুয়েল এন্ড ফিলিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. শহীদ দর্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল রেখা, পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন লিটন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালিউল্লাহ অলী প্রমুখ।

৩০ জুলাই, ২০১৯।