কচুয়া ব্যুরো
সারাদেশের মতো কচুয়ায় বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকালে কচুয়া প্রশাসনের আয়োজনে কেক কেটে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দিন খান আলমগীর এমপি।
এসময় উপজেলা পরিষদের পক্ষে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, থানা প্রশাসনের পক্ষে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ও পরিদর্শক (তদন্ত) এম এ রউফ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আইয়ুব আলী পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আ. মুবিন ও ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাচ্ছল খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি সেরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
১৮ মার্চ, ২০২১।