
কচুয়া ব্যুরো
কচুয়ায় রাস্তা বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা কেইডিপির ৬০ জন উপকারভোগী ও ২টি ইউনিয়ন পরিষদকে ৮ লাখ ৪৪ হাজার ৪শ’ ২৫ টাকার চেক বিতরণ কারা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কেআইডিপির নির্বাহী পরিচালক এসএম মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সংস্থার সহকারী পরিচালক মো. এমরান হোসেন, চাঁদপুর জেলা মাঠ সমন্বয়কারী মো. আলাউদ্দিন প্রমুখ।
০১ অক্টোবর, ২০১৯।
