কচুয়ায় বিক্রয় সংগঠনের প্রতিনিধি সম্মেলন

আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলা বিক্রয় প্রতিনিধি সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকেলে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিক্রয় প্রতিনিধি সম্মেলনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
এ সময় মেয়র বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিক্রয় প্রতিনিধিদের সাথে ব্যবসায়ীদের সুসম্পর্ক গড়ে উঠবে ও সব বিক্রয় প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে। আমি সবার সমৃদ্ধি কামনা করছি।
উপজেলা বিক্রয় প্রতিনিধি সংগঠনের সভাপতি মো. বোরহান প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আলম, কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।
১০ অক্টোবর, ২০২১।