কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই


আহসান হাবীব সুমন
কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে রাইস মিলসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে এ অগ্নিকা-ের ঘটানাটি ঘটে।
জানা যায়, গত রোববার রাতে ১২টার দিকে দোকানের কর্মচারী প্রকৃতির ডাকে সারা দিতে গেলে আগুনের শিখা দেখতে পায়। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে সালেহ আহম্মদের রাইচ মেইল, তুলার গোডাউন, জিসান আহমেদ পাটওয়ারীর কাট ফার্নিচারের দোকান ও কারখানা পুড়ে ভূষ্মীত হয়ে যায়। এসময় দোকানে থাকা তৈরি করা ফার্নিচার, তুলা ও রাইস মিলের সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকা-ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। সিগারেটের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে কচুয়া ফায়ার সার্ভিস অফিস জানায়।