শিক্ষার্থীদের যৌন হয়রানি রোধে সতর্ক থাকার আহ্বান
………………মোহাম্মদ শওকত ওসমান
আহসান হাবীব সুমন
মাদক, ধর্ষণ, যৌন হয়রানি, বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে কচুয়ায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শওকত ওসমান শিক্ষার্থীদের যৌন হয়রানির পুনরাবৃত্তি যেনো না ঘটে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের যৌন হয়রানি যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও সাংবাদিকদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রুমন দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ওসি মো. ওয়ালি উল্লাহ অলী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. মবিন, ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক শহীদ উল্যাহ, ইউপি চেয়ারম্যান হাজি আ. হাই মুন্সি, ওসমান গনি মোল্লা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া জেনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার।
১১ জুলাই, ২০১৯।