কচুয়ায় মাদক ব্যবসায়ী নুরুজ্জামানের আত্মসমর্পণ, মামুনুর রশীদ গ্রেফতার


কচুয়া ব্যুরো
কচুয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুনুর রশীদ গ্রেফতার ও নুরুজ্জামানের আত্মসমর্পণ করেছে। কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায় ধস নেমে আসায় গতকাল শনিবার নুরুজ্জামান তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। মাদক ব্যাসা ছেড়ে ভাল হয়ে যাবার অঙ্গীকার ও প্রতি সপ্তাহে থানায় এসে হাজিরা দিবার সর্তে নুরুজ্জামান মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।
থানা সূত্রে জানা গেছে, আশ্রাফপুর ইউনিয়নের মৃত সোনা মিয়ার ছেলে নুরুজ্জামানের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকের ৭টিসহ রাজনৈতিক ১৬টি মামলা রয়েছে।
তাছাড়া একই দিনে আশ্রাফপুর ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী জুলফে আলীর ছেলে মামুনুর রশীদকে শনিবার সকালে তার তার গ্রামের বাড়ি রামপুরে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
জানা যায়, মামুন ও তার স্ত্রী বিউটি বেগম পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবী। মামুনের বিরুদ্ধে কচুয়া থানায় ৮টি মামলা রয়েছে। সম্প্রতি তার স্ত্রী বিউটি বেগমকে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
মাদক বিরোধী অভিযান সম্পর্কে কচুয়া থানা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করা হয়। ওসি মো. আতাউর রহমান ভূঁইয়া বলেন, পলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সমাজের তরুণ সমাজকে গ্রাস করছে।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল, সেকেন্ড অফিসার এসআই আল আমিন, এস আই মো. হানিফ, বাহালুল এসময় উপস্থিত ছিলেন।