কচুয়ায় রাস্তার পাশে খালি জায়গায় বৃক্ষরোপণের উদ্বোধন

আহসান হাবীব সুমন
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ এ শ্লোগানে কচুয়ায় রাস্তার পাশে খালি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার কচুয়া উপজেলা পরিষদের দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের নিজস্ব অর্থায়নে কচুয়া থেকে সাচার বনায়ন কর্মসূচির তৃতীয় পর্যায়ে প্রায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহন শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ অলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ প্রমুখ।
উল্লেখ্য, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির প্রথম নির্বাচিত হয়ে তাঁর নিজস্ব উদ্যোগে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কচুয়া-রহিমানগর-সাচার রাস্তার পাশে একযুগে বিভিন্ন প্রজাতির ৬৮ হাজার গাছের চারা রোপণ করে মানুষের মাঝে দৃষ্টান্ত স্থাপন করেন।

২১ জুলাই, ২০১৯।