
কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলায় দৈনিক ইল্শেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার র্যালি শেষে কচুয়া উপজেলা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার সহকারী সম্পাদক পীরজাদা মাও. মো. মাহফুজ উল্লাহ খানের সভাপতিত্বে ও ব্যুরো ইনচার্জ আহসান হাবিব সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্তকর্তা নীলিমা আফরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়র ইব্রাহিম খলিল বাদল ও দৈনিক ইল্শেপাড়ের স্টাফ রিপোর্টার সজীব খান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইলশেপাড় প্রতিনিধি এম সাইফুল মিজান ও দৈনিক চাঁদপুর সংবাদের কচুয়া প্রতিনিধি সন্তোষ চন্দ্র সেন।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসূল, ইউআরসি ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, দৈনিক চাঁদপুর সংবাদের কচুয়া প্রতিনিধি মো. মেহেদী হাসানসহ কচুয়া বাজার ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।