কচুয়ায় সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে র‌্যালি


কচুয়া ব্যুরো :
কচুয়ায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে উন্নয়ন র‌্যালি বের করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্স গেট থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ এলাকায় শেষ হয়।
র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রদর্শনী প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউএনও নীলিমা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœাসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মনোমুগ্ধকর নাটিকা, কৌতুকসহ বিভিন্ন সাংস্কৃতিক পর্ব শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।