কচুয়া ব্যুরো
কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের শ্বশুরের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনম এহসানুল হক মিলনের শ্বশুর মো. ইউনুছ খান (৯০) সোমবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বাদ জোহর উপজেলার পালগিরি বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনম এহসানুল হক মিলন, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী, এলাকার বিপুলসংখ্যক জনগণ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি পালগিরি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
১৭ জুলাই, ২০১৯।