আহসান হাবীব সুমন
ইউনিয়ন পর্যায়ে আইসিটি কার্যক্রম ত্বরান্বিত করে দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদানের মাধ্যমে জনগণের মাঝে তথ্য সেবা নিশ্চিত করতে ইউনিয়ন সাভার স্টেশন উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুরে ইনফো-সরকার প্রকল্পের আওয়তায় কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন পরিষদের সার্ভার স্টেশন উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ইউপি সচিব বিজয় চন্দ্র শীল, উদ্যোক্তা ওমর ফরুক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান প্রমুখ।
০৯ অক্টোবর, ২০১৯।