কচুয়ায় সৈয়দ আশরাফের জন্য দোয়া

কচুয়া ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার শান্তি ও তার জান্নাতময় জীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার বাদ জুমা কচুয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে দক্ষিন বাজারস্থ ঈদগাঁ জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. মো. ইব্রাহিম খলিল বাদল, সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন সজিব, পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম দিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া দক্ষিণ বাজারস্থ ঈদগাঁ জামে মসজিদের ইমাম মাও. মো. জামাল হোসেন। এসময় কচুয়া উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।