
কচুয়া ব্যুরো
কচুয়ায় কাচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া এলাকায় কাচা সড়ক পাকাকরণের দাবিতে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে সমাবেশে অংশগ্রহণকারী স্থানীয় ইউপি সদস্য মো. মানিক মিয়া জানান, দীর্ঘ ২ যুগ ধরে বাসাবাড়িয়া-চাঁদপুর সড়কের মমিনের বাড়ি থেকে বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে দক্ষিণ রাজাপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাচা সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে। ফলে বাসাবাড়িয়া, সাদিপুরা চাঁদপুর, নলুয়া, পদুয়া, বড় হায়াতপুর, পরানপুর অঞ্চলের প্রায় ১০ সহস্রাধিক জনগণ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে অবর্ণনীয় দুর্দশার মধ্য দিয়ে যাতায়াত করে। এতে প্রতিদিনই কাদা মাটিতে রিক্সা ভ্যান আটকে দুর্ঘটনায় পতিত হয়। এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এ সড়কটি অচিরেই পাকাকরণের দাবি জানান।
এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন জানান, শিক্ষার্থী ও এলাকাবাসীর কথা চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি পাকাকরণের কাজের জন্য আমরা ব্যবস্থাগ্রহণ করছি।
৩ আগস্ট, ২০১৯।
