আহসান হাবীব সুমন
কচুয়ায় ৮২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে কচুয়া পৌরসভার করইশ গ্রামের পূর্বপাড়া বিলকিছ কমিশনার বাড়ির পুকুরে ওই গ্রামের মৃত আবুল হোসেমের ছেলে অলি উল্যাহ, ওসমান ও একই গ্রামের হানিফের ছেলে আমির হোসেন মাটি কাটতে গেলে মূর্তি দেখতে পায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ মো. রাসেলের নেতৃত্বে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল ও এসআই হুমায়ন স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গতকাল শনিবার এ বিষয়ে কচুয়া থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে এএসপি (কচুয়া সার্কেল) শেখ মো. রাসেল বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে ৩৮ ইঞ্চি উচ্চতা, ১৯ ইঞ্চি চওড়া ও প্রায় ৮২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করি। তবে এটা কষ্টি পাথরের মূর্তি কিনা তা আমরা পরীক্ষা-নীরিক্ষা করে বলতে পারবো। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
- Home
- প্রথম পাতা
- কচুয়ায় ৮২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
Post navigation

