কচুয়া ব্যুরো
কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য, দৈনিক চাঁদপুর দর্পণের সহকারী সম্পাদক মো. সফিকুল ইসলাম স্বপন পাঠানের মা মাফিয়া খাতুন আর বেঁচে নেই ( ইন্না.. … রাজিউন)। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৮৫ বছর। আজ শুক্রবার সকালে জানাজা শেষে মরহুমার লাশ উপজেলার মাসনখোলা-তেগুরিয়া গ্রামের পারিবারিক করস্থানে দাফন করা হবে।
এদিকে কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য, দৈনিক চাঁদপুর দর্পণের সহকারী সম্পাদক মো. সফিকুল ইসলাম স্বপন পাঠানের মা মাফিয়া খাতুনের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, প্রতিষ্ঠাকালিন সদস্য মো. সফিকুল ইসলাম মোল্লা, সিনি.সহ-সভাপতি আতাউল করিম, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন, কাউছার আহমেদ, সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মো. আমির হোসেন, মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক সুজন পোদ্দার, দপ্তর সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক শান্তু ধর, প্রচার সম্পাদক মো. মহসিন হোসাইন, সদস্য কবি আলী আক্কাস তালুকদার, বিল্লাল মাসুম, ইসমাইল হোসেন বিপ্লবসহ অন্যান্যরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

