কচুয়া ব্যুরো
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপন ও প্রেসক্লাবের চলমান নতুন ভবনের কাজ এগিয়ে নেয়ার লক্ষ্যে কচুয়া প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, প্রতিষ্ঠাকালিন সদস্য মো. সফিকুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন, কাউছার আহমেদ, সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মো. আমির হোসেন, মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক সুজন পোদ্দার, দপ্তর সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক শান্তু ধর, প্রচার সম্পাদক মো. মহসিন হোসাইন, সদস্য কবি আলী আক্কাস তালুকদার, বিল্লাল মাসুম, ইসমাইল হোসেন বিপ্লব প্রমুখ
সভা শেষে কচুয়া প্রেসক্লাবের সদস্যদের মাঝে লোগো সম্বলিত ব্যাচ বিতরণ করা হয়।

