আহসান হাবীব সুমন
নাম তার জিলহজ বেগম, বয়স ১শ’ ১০ বছর। স্বামীহীন জিলহজ (রেনুর মা) আজ রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে ভিক্ষে করে জীবন চালাচ্ছেন। তিনি কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খিলমেহের গ্রামের মৃত আদম আলীর স্ত্রী।
জিলহজ বেগম স্বামী আদম আলীকে হারিয়েছেন ৪০ বছর আগে। এক মেয়ের সংসার তার। মেয়েটাও অন্যের বাড়িতে ভিক্ষা কিংবা কাজ করে জীবন চালান। অভাব আর হাহাকারে দিন কাটানো জীবন জিলহজ বেগম নামে যেন জীবন বাঁচিয়ে রেখেছেন। বিধি মোতাবেক বিধবা ভাতা পাবার কথা থাকলে কখনো সে এই ভাতা পায়নি। তিনি রাজনীতি বুঝেন না কিংবা রাজনীতি ওয়ার্ড জনপ্রতিনিধিকে খুশি করার সামর্থ্য তার নেই। তাই ভাগ্যে জুটেনি বিধবা ভাতা। বর্তমানে মানুষের বাড়িতে কাজের বিনিময়ে দু’মুঠো আহার খেয়ে কোনমতে জীবন পার করছেন নামধারী জিলহজ বেগম। ভূমিহীন জিলহাজ বেগম আর কতো বয়স হলে তিনি পাবেন বয়স্ক ভাতা!
জিলহজ বেগম কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, এ পর্যন্ত আমি কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাইনি। এমনকি বয়স্ক ভাতা ও বিধবা ভাতাও পাইনি। কোনো মতে ভিক্ষা করে জীবন-যাপন করি। আমাকে আজ পর্যন্ত কেউ ভাতা প্রদান করেননি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মজুমদার বলেন, ওই বিধবা জিলহজ বেগমের আইডি কার্ড না থাকায় তার নাম অন্তর্ভূক্ত করা হয়নি। আইডি কার্ড পাওয়া গেলে শীঘ্রই সুবিধা ভোগের আওতায় আনা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকতা মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে ইউপি সদস্যদের মাধ্যমে আমরা উপকারভোগীদের তালিকা তৈরি করি থাকি। তবে জিলহজ বেগমের বিষয়টি আমার জানা নেই। তার আইডি কার্ড না থাকলে নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে হবে। তাহলে তাকে শীঘ্রই সুবিধা ভোগের আওতায় আনা হবে।
- Home
- প্রথম পাতা
- কত বয়স হলে বয়স্ক ভাতা পাবে ১শ’ ১০ বছরের জিলহজ বেগম!
Post navigation

