স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কমিউনিটি পুলিশিংসহ নবগঠিত ৯টি ওয়ার্ডের কমটির সাথে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশের আপনাদের সাথে সম্পর্কের কারণে এখানে অপরাধ কম। আপনারা এটা ধরে রাখলে আপনার সমাজ পরিবার লাভবান হবে। সমাজে সন্ত্রাসীর সংখ্যা নগণ্য, আর ভাল মানুষের সংখ্যা অনেক। তাই ভয় পাবার কোন কারন আমি দেখি না। আপনাদের সাথে পুলিশের নামটি জড়িত তাই সমাজের কোথাও অরাজগতা বিশৃঙ্খলা দেখলে দ্রুত পুলিশকে জানাবেন। কমিউনিটি পুলিশিং সদস্য সব জায়গায় আছে। তাই এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ইভটিজার, বাল্য বিবাহের ঘটনা তথ্য আবশ্যই দিবেন। প্রত্যেক এলাকার গ্যাং কালচার আছে তাই তাদের তথ্য আমাদের দিবেন। কারন তথ্যই শক্তি।
কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ জয়নাল আবদিন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম কামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, ইন্সপেক্টর কমিউনিটি পুলিশিং কর্মকর্তা আব্দুর রব, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালেহ অহেমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহসিন পালোয়ান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. মনির হোসেন গাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মো. শাহাবদ্দিন, সদর উপজেলা যুবলীগের সদস্য মো. ফরিদ খান, পৌরসভা ১৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ঢালী, আশিকাটি ইউনিয়ন কমিটি পুলিশের সভাপতি নাজিম উদ্দিন মোহাম্মদ জিলান, সাধারণ সম্পাদক মো. রফিক খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের ১নং ওয়ার্ড সভাপতি ডা. মো. মুকবুল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ইলিয়াছ চৌধুরী ২নং ওয়ার্ড সভাপতি জামাল গাজী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ৩নং ওয়ার্ড সভাপতি মো. কাজী পলাশ, সাধারণ সম্পাদক তোফায়েল খান, ৪নং ওয়ার্ড সভাপতি মো. হাফেজ খান, সাধারণ সম্পাদক হাসিম পাটওয়ারী, ৫নং ওয়ার্ড সভাপতি কাবিল ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গাজী, ৬নং ওয়ার্ড সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক জলিল সরকার, ৭নং ওয়ার্ড সভাপতি আ. আজিজ খান দুদু, সাধারণ সম্পাদক ফরিদ খান, ৮নং ওয়ার্ড সভাপতি মনোরঞ্জন সূত্রধর সাধারণ সম্পাদক মো. শরিফ, ৯নং ওয়ার্ড সভাপতি আলম খান, সাধারণ সম্পাদক ডা. মো. হারুন।
অনুষ্ঠানের শুরুতে কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকে ফুল দিয়ে বরণ করেন মডেল থানা পুলিশের কর্মকর্তারা।
০৪ সেপ্টেম্বর,২০১৯।