কাদলা সপ্রাবি’র একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুনরায় নৌকাকে জয়যুক্ত: —ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
সাইফুল মিজান :
কচুয়া উপজেলার কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। শিক্ষার হার বেড়েছে। সরকার বিনামূল্যে বই বিতরণসহ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে। সরকারের এসব কর্মকা-ের মূল লক্ষ্য হচ্ছে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং দেশে শিক্ষার হার বাড়ানো। তাইতো সরকার সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪ তলা বিশিষ্ট ভবন নির্মানের প্রকল্প হাতে নিয়েছে। আর সরকারের এই উন্নয়ন কর্মকা-কে অব্যাহত রাখতে আপনারা শেখ হাসিনাকে সমর্থন করে তার স্থানীয় প্রতিনিধি হিসেবে আমাকে পুনরায় আওয়ামী লীগ সরকারের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি বিশ^াস করি।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জি. মজিবুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, কচুয়া থানার পুলিশ পরিদর্শক মো. আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতানা খানম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আ. হালিম মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল ভূঁইয়া, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন সরকার, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মেহেদী মোতালেব, ছাত্রলীগ নেতা ইমাম হোসাইন, শাকিল মুন্সি তাবির, শাহাদাত হোসেন প্রমুখ।
একই দিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ও বিডিপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান, ১০ টায় উপজেলার দোঘর গ্রামে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, সাড়ে ১০ টায় কাদলা গ্রামে গ্রামে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।