
ইলিশকে ঘিরে আমাদের পর্যটনকে আরো এগিয়ে নিতে হবে
……..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে প্রাণ ফ্রুটিক্স একাদশ চতুরঙ্গ ইলিশ উৎসব-২০১৯ এর সফল সমাপ্তি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ইলিশ শুধু চাঁদপুরের নয়, দেশের গর্ব এবং দেশের সম্পদ। বিশ্বে ইলিশ জিআই স্বীকৃতি পেয়েছে। ইলিশ এখন পর্যটন শিল্পেরও অবিচ্ছেদ্য অংশ। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এর সংরক্ষণে সবার সম্মিলিত চেষ্টা অব্যাহত রাখতে হবে। চাঁদপুরের পর্যটন আকর্ষণকে আরো বাড়িয়ে তুলতে হবে। ইলিশকে ঘিরে আমাদের পর্যটনকে আরো এগিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা ও সাহস দিয়ে এ দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ যে ইলিশের বহুগুণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তা ইলিশ সংরক্ষণে তার সরকারের নজর ছিল বলে। তিনি সময়মত যথাযথ ব্যবস্থা নিয়েছেন। ইলিশের এই যে অগ্রগতি স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ-পুলিশ সবারই চেষ্টা ছিল। আগামিতেও এ সাফল্য ধরে রাখতে হবে। তিনি চতুরঙ্গের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে পৃষ্ঠপোষক ও উৎসব সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চতুরঙ্গের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার মাহবুবুর রহমান।
চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় উপস্থিত ছিলেন চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, উৎসব কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইযুব আলী বেপারী, আবিদা সুলতানা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ আরো অনেকে।
সবশেষে ঢাকার জনপ্রিয় কণ্ঠশিল্পী এফএ সুমন ও প্রেমা রহমান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য, প্রাণ ফ্রুটিক্স একাদশ চতুরঙ্গ ইলিশ উৎসব এবং চতুরঙ্গের গৌরবের ৩৭ বছর পূর্তির এবারের আয়োজন ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়। নানা আনুষ্ঠানিকতায় তা গত মঙ্গলবার শেষ হলো।
০৩ অক্টোবর, ২০১৯।