চরভৈরবীতে আ.লীগের উদ্যোগে প্রতিবাদ সভা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারের বিরুদ্ধে ইউপি সদস্য রুহুল আমিন মেম্বারের অপপ্রচার ও অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দলের সুনাম ক্ষুণ্ন করা এবং ভাবমূর্তি নষ্ট করায় ইউনিয়ন আওয়ামী লীগের সব কার্যক্রম ও পদ থেকে ইউপি সদস্য রুহুল আমিন মেম্বারকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) চরভৈরবী ইউনিয়নের ৯নং ওয়ার্ড শহর আলীর মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া।
এসময় তিনি বলেন, আহমেদ আলী মাস্টার দীর্ঘ ৪০ বছর যাবত ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আসছেন। তার সততার কারণে দল এবং ইউনিয়ন আওয়ামী লীগর নেতৃবৃন্দ বার-বার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে তাকে মনোনীত করেন। আহমেদ আলী মাস্টার চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি কখনো কোন অন্যায়ের সাথে আপোস করেননি। চরভৈরবীর ৯নং ওয়ার্ড ইউপি সদস্য অবৈধভাবে তার স্বার্থ হাসিল করতে না পেরে বিডিসি নিউজ নামে অনলাইন পোর্টালের মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে তার দীর্ঘ ৪০ বছরের সুনাম নষ্ট করতে চেয়েছেন। রুহুল আমিন মেম্বার যতই ষড়যন্ত্র করুক না কেন সত্যের কাছে তার পরাজয় হবেই। কারণ চরভৈরবী ইউনিয়নবাসী এ অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না। চরভৈরবীবাসী সত্যের পথে ছিল এবং আছে। আজকের প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে তার প্রমাণ দিয়েছে ইউনিয়নবাসী।
ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার সভাপতির বক্তব্যে বলেন, আমার পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মেম্বার আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি বিগত দিনে আমার পরিষদের অন্যান্য মেম্বারদের মত তাকেও সব সুযোগ-সুবিধা দিয়েছি। ভিজিএফ চালে অনিয়ম থাকায় সবার পরামর্শে আমার নিজ হাতে চাল বিতরণ করি। এত করে সে ক্ষিপ্ত হয়ে হলুদ সাংবাদিকদের দিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আমার সুনাম ও খ্যাতি নষ্ট করার পাঁয়তারা চালায়। আমি শান্তিপ্রিয় মানুষ। আমি কোন ঝগড়া চাই না। তাই সবাইকে সাক্ষী রেখে বলছি আগামি ২৪ ঘণ্টার মধ্যে আমার অধীনস্ত ১১ জন মেম্বারের সাথে বিষয়টি সমন্বয় করে তার বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।
এসময় আরো বক্তব্য রাখেন চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইলিয়াছ লিটন, ফারভেজ হাওলাদার, ইউপি সদস্য দেলোয়ার হোসেন মেম্বার, আলমাস বকাউল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য ডিএম মনির, ২নং ওয়ার্ড ইউপি সদস্য নান্টু ভূঁইয়া, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের, ৬নং ইউপি সদস্য মো. আজিজ গোলদার, ৮নং ইউপি সদস্য দাদন প্রধানীয়া, ১, ২ ও ৩নং সংরক্ষিত ইউপি সদস্য লীপী বেগম, ৭, ৮ ও ৯নং ইউপি সদস্য লায়লা আঞ্জুমারা বানু।
৪ নভেম্বর, ২০২০।