
ডেঙ্গুর মত মাদকের বিষয়েও আমাদের সচেতন হতে হবে
…….ওসি মো. নাসিম উদ্দিন
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তায় চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা। চক্ষু চিকিৎসা শিবির আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চোখ আল্লাহ’র দান। ¯্রষ্টার সৃষ্টির মধ্যে অন্যতম একটি অঙ্গ হলো চোখ। যার চোখ নাই তাকে অনেক সমস্যার সম্মুক্ষীণ হতে হয়। সবাই নিজের চোখের যতœ নিবেন ও চিকিৎসকের পরামর্শ নিবেন। তাহলে চোখ ভাল ও সুস্থ থাকবে।
তিনি বলেন, আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ডেঙ্গুর বিষয়ে সচেতন হতে হবে। মশারি টানিয়ে ঘুমাতে হবে। আশপাশ পরিস্কার রাখতে হবে। ডেঙ্গু আক্রান্ত হলে শিঘ্রই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শুধু ডেঙ্গু নয় মাদকের বিষয়েও আমাদের সচেতন হতে হবে। কোন এলাকার কে মাদক খাচ্ছে আবার বিক্রি করছে তা সবাই জানে। পরিবারের কেউ যদি মাদকের জড়িত থাকে তাহলে এখনই সতর্ক হয়ে যান। কেউ এখনও আমাদের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেই। আমরা যখন অভিযানে যাব তখন আর মাদকের সাথে জড়িতদের ক্ষমা করা হবে না।
চাঁদপুরজমিন হাসপাতালের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ডা. কাউসার আহমেদ, প্রোগ্রাম অফিসার মো. দেলওয়ার হোসেন, মাও. মজিবুল্ল্যাহ খান, দৈনিক চাঁদপুরজমিনের বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, ফরিদগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান মঞ্জুসহ অন্যান্যরা।
উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিজ গাছতলা মোহাম্মাদিয়া মাদানিয়া দারুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক কারী মাও. ইমাম হোসেন। চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় আড়াইশ’ রোগীকে চিকিৎসা সেবা ও ৩০জন রোগীকে অপরেশনের জন্য ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
০৫ আগস্ট, ২০১৯।