চাঁদপুরের সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লিখকদের কর্মশালা

মানসম্মত সেবা নিশ্চিতকরণে

এস এম সোহেল
জনগণের মানসম্মত সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে চাঁদপুর জেলার সব সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও সনদপ্রাপ্ত দলিল লিখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা রেজিস্ট্রি অফিসের ৩য় তলায় জেলা রেজিস্ট্রার অফিস ও জেলা দলিল লিখক সমিতির আয়োজনে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার মোহাম্মদ সেলিম মল্লিক।
তিনি তার বক্তব্যে বলেন, জনগণের সেবা মানসম্মত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন। সবাইকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কোনভাবেই কেউ হয়রানীর শিকার না হয়।
চাঁদপুর সাব রেজিস্টার মোহাম্মদ সেলিম মল্লিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাব রেজিস্টার মো. মহসীন আলম, মনিরুল হাসান, জেলা দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বিল্লাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর সদর সাব-রেজিস্ট্রী অফিস জামে মসজিদের ইমাম মাও. মো. ইসমাইল। গীতা থেকে পাঠ করেন চাঁদপুর সদর সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লিখক সুকুমার রায়।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন- সাব রেজিস্টার মো. মহসীন আলম, মনিরুল হাসান, এ এস এম শামসুজ্জামান, বিজয় কৃষ্ণ বসু, মো. আবুল কামাল আজাদ, অসীম কল্লোল, মো. লুৎফুর কবির, মোহাম্মদ সেলিম মল্লিক, জেলা দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ খোরশেদ আলম বাবুল ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বিল্লাল।