চাঁদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক এতিমদের মাঝে বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রসাশনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে চাঁদপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের তৈরী করা কেক আনুষ্ঠানিকভাবে না কেটে গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড গৌরে-গরিবা-জামে মসজিদের সামনে ঐ মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করে দেয়া হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সদ্য প্রয়াত মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার শান্তি ও তাদের জান্নাতময় জীবন কামনা করে বাদজুমা গৌরে-গরিবা-জামে মসজিদের মিলাদ ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ কারীম বাবু, জেলা ছাত্রলীগ নেতা রিপন সাহা, সৈয়দ ইফতেখার হারুন, অন্তু খান, শাওন সিদ্দিকী, হামিম বকাউল, রফিকুল ইসলাম রনি, খান মোহাম্মদ মাসুদ, ওবায়েদ আকিব, কাউসার আহমেদ, তুহিদ আহমেদ, মহিন মাইনউদ্দিন মিঠু, ফরহাদ চৌধুরী, আতিকুর রহমান শুভ, আবু তাহের হৃদয়, মিরাজুল হক, রাশেদুল ইসলাম, কবির গাজী, সাহেদ শেখ, ইসতিয়াক নাঈম, কাউসার, মহসীন প্রমুখ।