স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের বিপণীবাগস্থ পার্টি হাউজে মিলাদ ও দোয়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান।
তিনি তার বক্তব্যে বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের একজন সফল ও জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি দেশের মানুষেরর কথা ভেবে উপজেলা পরিষদ গঠন করেন। তিনি চাঁদপুরে আনসার একাডেমী ও জেলা করাগারসহ অনেক সরকারি অফিসের প্রতিষ্ঠা করেন। যতদিন দেশ থাকবে ততদিন দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রাখবে। পল্লীবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখে সব ভেদাভেদ ভুলে ওনার আদর্শকে লালন করে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব সফিউল্যাহ সফি।
পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে এবং সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ মহসীন খান ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের যৌথ পরিচালনা উপস্থিত ছিলেন কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, মতলব দক্ষিণ আহ্বায়ক কাইয়ুম খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক বিএম নুরুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক মো. শাহাজাহান মাতব্বর, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেন দর্জি, জেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী, কেন্দ্রিয় ছাত্র সমাজের সাবেক সদস্য মো. নাজমুল হোসেন গাজী, কেন্দ্রিয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. শরীফ হোসেন পাটওয়ারী, জেলা মহিলা পার্টির আহ্বায়ক মর্জিনা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেলিম খান, গোলাম সরোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, কোরবান আলী, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিজান গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান সাজুসহ জেলা, সদর, পৌর জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, শ্রমিক পার্টি, মহিলা পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
০১ সেপ্টেম্বর, ২০১৯।