স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে ডাস্টবিন থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। গত রোববার দিবাগত রাতে চাঁদপুর শহরের ছায়াবাণী মোড় এলাকায় পৌরসভার ময়লা ফেলার ডাস্টবিন থেকে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কমিউনিটি পুলিশ টহল সদস্যরা রাত ১টার দিকে ছায়াবাণী মোড় এলাকায় দায়িত্ব কর্তব্য পালন করা কালে এই কিশোরের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। চট্টগ্রামের নাজিরহাট এলাকার কিশোর ইকবাল হোসেন (১৬) চাঁদপুর শহরে বেশ কয়েক বছর যাবৎ ছিন্নমূল যুবকদের সাথে সে ভাঙারি কুড়াতো। পাশাপাশি সে সন্ধ্যা হলে শহরে রিক্সা চালাতো। সে দীর্ঘদিন শহরের কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মের ছিন্নমূলদের সাথে বসবাস করত। বেশ কিছুদিন সে এ প্লাটফর্মের খলিফা হোটেলে মেসিয়ার হিসেবে কাজ করেছে। পরবর্তীতে সে হোটেলের চাকরি ছেড়ে দিয়ে ভাঙারি কুড়িয়ে বিক্রি করতো। সন্ধ্যার থেকে রাত পর্যন্ত ইকবাল রিক্সা চালাতো।
কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মের ছিন্নমূল রূপালী ও ইকবালের কাছের বন্ধু রাসেল জানায়, রাত ১০টা পর্যন্ত ইকবালের সাথে মোবাইলে তাদের কথা হয়েছে। রাত ১১টার পর থেকে ইকবালের মোবাইলটি অন্য এক ব্যক্তির কাছে রয়েছে। কল দিলে ওই লোক মোবাইলটি রিসিভ করে। রাত ১২টার পর সুমন মজুমদারের মাধ্যমে আমরা জানতে পারি, ইকবালের মৃতদেহ ছায়াবানী মোড় এলাকার ডাস্টবিনে মশারি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কোর্ট স্টেশন প্লাটফর্মের আমরা সবাই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। রাত অনুমান দেড়টায় চাঁদপুর মডেল থানার প্রশিক্ষণরত উপ-পরিদর্শক মিরাজ খান ঘটনাস্থলে এসে ইকবালের ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। সাধারণ মানুষ ধারণা করছে ইকবাল সলিউশন দিয়ে (ড্যান্ডি) নেশা করত। তার কাছে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশটি এই ডাস্টবিনে ঝুলিয়ে রাখা হয়েছে। ইকবালের ব্যবহৃত মোবাইলটি বর্তমানে যার কাছে রয়েছে পুলিশ তাকে সনাক্ত করে বের করলে ইকবালের মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, মৃত কিশোরটি নেশাগ্রস্ত ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর রহস্য উদঘাটন হতে পারে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ডাস্টবিন থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার