স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ সোনালী সিঁড়ি নামক বাসভবনের মালিকের ছেলে দারোয়ানকে বেদম প্রহার করে আহত করেছে। পরে দারোয়ান এনডিন নামক কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে দারোয়ান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুর ১২টায়।
ঘটনা সূত্রে জানা যায়, সোনালী সিঁড়ি বাড়ির মালিক আলহাজ আ. হান্নান বেপারীর ছেলে শাওন বেপারী কোন কাজ-কর্ম করেন না। বাসা ভাড়ার অর্থেই তিনি চলেন। প্রায় সময় সে বাসার কাজের লোক ও দারোয়ানকে কারণে অকারণে মারধর করে। গত শুক্রবার সকালে বাসার দারোয়ান ট্রাক রোড এলাকার আব্দুর রশিদের ছেলে সোবহান (২০) ডিউটিতে যায়। এ সময় অজ্ঞাত কারণে মালিকের ছেলে শাওন দারোয়ান সোবহানকে বিভিন্ন অজুহাতে মারধর করেন। মালিকের ছেলে শাওনের এ ধরনের নির্যাতন প্রতিনিয়তই সহ্য করতে হচ্ছে তাকে। শুক্রবার বেদমভাবে তাকে মারধর করলে সোবহান রাগে ক্ষোভে অভিমানে এনডিন নামক বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে দুপুর সাড়ে ১২টায় বিষপাণকারী সোবহানকে তার বড় বোন চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল সোবহানের অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সোবহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এলাকায় গিয়ে আরো জানা যায়, শাওন প্রায় সময় মানুষের সাথে এ ধরনের আচরণ করে থাকেন। তিনি আইনজীবী না হয়েও আইনজীবী হয়েছেন বলে মানুষের সাথে প্রতারণা করেন।
২৫ আগস্ট, ২০১৯।