চাঁদপুরে বজ্রপাতে নিহত ৪ জনের দাফন সম্পন্ন


আহসান হাবীব সুমন
চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে ঘুড়তে এসে বজ্রপাতে নিহত কচুয়ার একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। নিহতরা হলেন- কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের ওমান ফেরত কাঠমিস্ত্রী সাইফুলের স্ত্রী রেহেনা বেগম (৩৫), ছেলে উজানী হাজি আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র সাব্বির (১৪), মেয়ে আন্দিরপাড় কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়া (১০) ও শাশুড়ি কুমিল্লার জেলার চান্দিনার উপজেলার কৈইলান গ্রামের সুলতানের স্ত্রী অহিদা বেগম (৬৫)।
গতকাল সোমবার সকালে নিহতদের পৃথক-পৃথকভাবে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতদের মধ্যে সাইফুলে স্ত্রী রেহানা বেগম, ছেলে ও মেয়েকে আন্দিপাড় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে ওই গ্রামের বানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাদের জানাজায় ইমামতি করেন সাইফুলের ভাই মাও. কামাল ও মাও. মনির হোসেন।
অপরদিকে সাইফুলের শাশুড়ি অহিদা বেগমকে কুমিল্লার চান্দিনা উপজেলার কৈইলান দিঘিরপাড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। অহিদা বেগমের জানাজায় ইমামতি করেন উজানী মাদ্রসার সিনিয়র মুহাদ্দিছ মাও. মিজানুর রহমান।
নিহতদের জানাজায় আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। তাদের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে পড়ে।
উল্লেখ্য, গত রোববার সকালে কচুয়া উপজেলার আন্দিরপাড় গ্রামে কাঠমিস্ত্রী সাইফুলের স্ত্রী রেহেনা, বড় ছেলে সাব্বির, মেয়ে সামিয়া ও সাইফুলের শাশুড়ি চাঁদপুর শহরের মেঘনা নদী দেখতে আসেন। বড়স্টেশন মোলহেডে দুপুর সাড়ে ১২টার দিকে ঝড়ো বৃষ্টির শুরু হয়। এসময় আকস্মিকভাবে তাদের উপর বজ্রপাত হয়। স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

০৮ অক্টোবর, ২০১৯।