চাঁদপুরে বনবিভাগ সড়কে ড্রেন বন্ধ হওয়ায় জনর্দুভোগ চরমে


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে বনবিভাগ সড়কের পূর্ব পাশের কয়েকটি বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ হওয়ায় ঐ এলাকার সর্বস্তরের জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এতে দীর্ঘ কয়েক মাস বনবিভাগ সড়কের অর্ধশত বাড়ির লোকজন মানবতার জীবন-যাপন করছে। বিষয়টি পৌর ওয়ার্ড কাউন্সিলরকে বলেও কোন প্রকার প্রতিকার না পেয়ে এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
গতকাল সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, বনবিভাগ সড়কের পূর্ব পাশের পাটওয়ারী বাড়িসহ কয়েকটি বাড়ির ময়লা পানিসহ আবর্জনা নিষ্কাশনের জন্য ড্রেনটি বালু দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। মাত্র কয়েক গজ পাইপের জন্য ময়লা-আবর্জনাগুলো বিদ্যাবতী খালে নিষ্কাশন হতে পারছে না। এ এলাকার মানুষের ময়লা আবর্জনা নিষ্কাশনের জন্য চাঁদপুর পৌরসভা ড্রেন করে বিদ্যাবতী খালের সাথে সংযুক্ত দিয়েছে। কিন্তু গত ক’মাস আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মোল্লা বাড়ির যাতায়াতের জন্য ব্রিজ করা হয়। তখন ব্রিজের ঠিকাদার বিদ্যাবতী খালের সাথে সংযুক্ত ড্রেনটি বন্ধ করে মাটি ভরাট করে কাজ শেষ করেন।
এখান দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন অফিসের শত শত লোক যাতায়াত করছে। এ সড়কেই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিস রয়েছে। এ গুরুত্বপূর্র্ণ সড়কে ময়লা আবর্জনা নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে যদি ময়লা আবর্জনা নিষ্কাশনের পথটি খুলে দেয়া না হয় তাহলে এ এলাকায় মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পরবে।
এলাকাবাসী জানান, বিদ্যাবতী খালের উপর ব্রিজ নির্মাণের সময় ময়লা পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ না করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা তাদের অনুরোধ না শুনে নিজের ইচ্ছেমত কাজ করেন। এতে বিদ্যাবতী খালের সাথে সংযুক্ত ড্রেনটি বন্ধ হওয়ায় ময়লা-আবর্জনায় ড্রেন পুরে যায়। এলাকাবাসী ময়লা-আবর্জনার দুর্গন্ধ বন্ধ করার জন্য মাটি দিয়ে কোন রকম ময়লা ডেকে রেখেছে।
ঐ এলাকার মনির মাস্টার ও জামাল হোসেন বলেন, আমরা এ এলাকায় দীর্ঘদিন বসবাস করছি। এখান দিয়েই এ এলাকার বিভিন্ন বসতি বাড়ির ময়লা আবর্জনা নিষ্কাশন হয়েছে। কিন্তু এখন ময়লা আবর্জনা নিষ্কাশন বন্ধ হওয়ায় আমাদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। বিষয়টি চাঁদপুর পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরকে বলা হয়েছে। দ্রুত এ ময়লা নিষ্কাশনের পথটি খুলে দেওয়ার জন্য। অথবা বিকল্প ব্যবস্থা করার জন্য পৌর মেয়রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।