চাঁদপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে



স্টাফ রিপোর্টার
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি ঈমাম হোসেন গাজী, সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী, জাসাস নেতা শোহেব মো. কলিম প্রমুখ।
বক্তারা বলেন, শেখ মুজিবকে যখন আটক করা হয় তখন দেশের মুক্তিকামী মানুষ চিন্তিত হয়ে পড়েছিলো। সেই মুহূর্তে ২৬ মার্চ জিয়াউর রহমান পাকিস্তানের সাথে বিদ্রোহ করে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার পর থেকেই সারা দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবের বন্ধু খন্দকার মোস্তাক তাকে হত্যা করে। আজ জিয়াউর রহমানের উপর দোষ চাপানো হয়। পঁচাত্তর পরবর্তীতে বাকশাল এবং দুর্ভিক্ষসহ দেশে যে ক্রান্তিকাল ছিলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে সে ক্রান্তিকাল থেকে উত্তরণ করেছে। আওয়ামী লীগ পুলিশি পাহারায় শেখ মুজিবের জন্ম শতবর্ষ পালন করছে। আমরা জিয়াউর রহমানের জন্ম শতবার্ষিকী যেদিন পালন করবো সেদিন পুলিশকে জিয়ার ছবি পাহারা দিতে হবে না।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন।