স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের গুণরাজদী এলাকা থেকে মাদকসহ আটক মো. ইমরান (৪০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে শহরের দক্ষিণ গুণরাজদী ঘটনাস্থল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার। দণ্ডপ্রাপ্ত ইমরান দক্ষিণ গুণরাজদী এলাকার মো. আব্দুল লতিফের ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা ইমরানকে গুণরাজদী এলাকা থেকে ৫০ গ্রাম গাজাসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়।
১৬ সেপ্টেম্বর, ২০১৯।