সজীব খান
উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি লাইনে দাঁড়িয়ে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। গতকাল রোববার সকালে তার নিজ এলাকা সদর উপজেলার রামপুর ইউনিয়নে কামরাঙ্গা ফাজিল মাদ্রাসায় নারীদের সাঁড়িতে লাইনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ভোট দেন। লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করায় এলাকার সুধীসমাজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি চাঁদপুরের সর্বস্তরের ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবার প্রতি অনুরোধ করেন।
স্থানীয়রা বলেন, শিক্ষামন্ত্রী সকালেই সবার সাথে দাঁড়িয়ে তার ভোটাধিকার প্রয়োগ করায় সর্বস্তরে প্রশংসিত হয়েছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন। ভোট দিতে এসে যাতে কোন লোক হয়রানি না হয় সেদিকেও খেয়াল রাখার জন্য তিনি অনুরোধ করেছেন।
এদিকে চাঁদপুরে কোন রকম বিশংখলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু এমপি