স্টাফ রিপোর্টার
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রেনু চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। গত রোববার রাতে গোপেন সংবাদের ভিত্তিতে হরিণা ফেরিঘাট এলাকায় শতাব্দী পরিবহণে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ রেনু চিংড়ি পোনা জব্দ করা হয়।
কোস্টগার্ড অফিসার মীর মোশারফ হোসেন বলেন, জব্দকৃত রেনু চিংড়ি পোনার বাজার মূল্য প্রায় ৩৩ লাখ টাকা। পরে ওইসব পোনাগুলো সিনিয়র মৎস্য কর্মকর্তা এম মিজানুর রহমানের উপস্থিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, চাঁদপুর কোস্টগার্ড বাহিনী কর্তৃক রেনু পোনা আহরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।