স্টাফ রিপোর্টার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো চাঁদপুরেও মনোনয়ন ফরম নেয়া শুরু করেছে প্রার্থীরা। দেখা যায়, মনোনয়ন ফরম নেয়ার ২য় দিনে চাঁদপুরে মনোনয়ন ফরম নিয়েছেন ৪ প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে ও ইসলামী আন্দোলনের দু’জন প্রার্থী ফরম নেন। এদিকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর মনোনয়ন ফরম নেয়া শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্টের সবচেয়ে বড় শরিক দল বিএনপি ও ঐক্য ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশীরা।
গতকাল সোমবার সকালে চাঁদপুর-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পক্ষে তার সমর্থকরা মনোনয়ন ফরম নেন। চাঁদপুর-৩ আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়ন ফরম নেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্লাহ সেলিমসহ দলীয় নেতা-কর্মীরা। এছাড়া চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী শেখ মো. জয়নাল আবেদিন ও চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী মাও. আফছার উদ্দিন মনোনয়ন ফরম নেন।
এছাড়া প্রথম দিন রোববার চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খান বোরহানও মনোনয়ন ফরম নেন। চাঁদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।

