চাঁদপুরে ৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো চাঁদপুরেও মনোনয়ন ফরম নেয়া শুরু করেছে প্রার্থীরা। দেখা যায়, মনোনয়ন ফরম নেয়ার ২য় দিনে চাঁদপুরে মনোনয়ন ফরম নিয়েছেন ৪ প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে ও ইসলামী আন্দোলনের দু’জন প্রার্থী ফরম নেন। এদিকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর মনোনয়ন ফরম নেয়া শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্টের সবচেয়ে বড় শরিক দল বিএনপি ও ঐক্য ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশীরা।
গতকাল সোমবার সকালে চাঁদপুর-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পক্ষে তার সমর্থকরা মনোনয়ন ফরম নেন। চাঁদপুর-৩ আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়ন ফরম নেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্লাহ সেলিমসহ দলীয় নেতা-কর্মীরা। এছাড়া চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী শেখ মো. জয়নাল আবেদিন ও চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী মাও. আফছার উদ্দিন মনোনয়ন ফরম নেন।
এছাড়া প্রথম দিন রোববার চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খান বোরহানও মনোনয়ন ফরম নেন। চাঁদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।