স্টাফ রিপোর্টার
সদ্য আত্মপ্রকাশকৃত সংগঠন চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম থেকে প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারীকে দৈনিক চাঁদপুর বার্তা কার্যালয়ে ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাতকে চাঁদপুর কণ্ঠ কার্যালয়ে গিয়ে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম সংগঠনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা প্রদান করে।
এসময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা দিক-নির্দেশনামূলক কিছু কর্মকা-ের নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, দৈনিক চাঁদপুর বার্তার বার্তা সম্পাদক শাহালম মল্লিক।
এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মো. বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, সহ-সভাপতি বাদল মজুমদার, বোরহান উদ্দিন ডালিম, যুগ্ম-সম্পাদক মানিক দাস, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সোহেল, এম এম কামাল, মো. উজ্জল হোসেন, অর্থ সম্পাদক মো. শাহরিয়ার পলাশ, দপ্তর সম্পাদক মো. শিমুল হাসান, ক্রীড়া সম্পাদক এস এম ইকবাল হোসেন, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক কবির হোসেন মিজি, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক গাজী মহসিন, সহ-ম্যাগাজিন বিষয়ক সম্পাদক আনোয়ারুল হকসহ আরো অনেকে।
২৬ সেপ্টেম্বর, ২০১৯।