স্টাফ রিপোর্টার
মার্চ-এপ্রিল দু’মাস জাটকা নিধন আহরণ ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকার পদ্মা-মেঘনা নদীতে সব প্রকার জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ করেছে।
চাঁদপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান বোঝাই জাটকা ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়েছে। গতকাল বুধবার ভোরে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় অভিযান চালিয়ে (ঢাকা মেট্টো-ন-১৬-২৫৮৮) কাভার্ড ভ্যান বোঝাই জাটকা জব্দ করে।
এ সময় পুলিশ গাড়ির চালক, ক্রেতা ও বিক্রেতাসহ ৩ জনকে আটক করা হয়। আটকরা হলো- গাড়ির চালক লক্ষ্মীপুর জেলার গজারিয়া এলাকার সেকান্দর ছৈয়ালের ছেলে তসলিম ছৈয়াল(৪০), জাটকা মাছ বিক্রেতা হাইমচর উপজেলার জালিয়ারচর এলাকার তারা মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮) ও মাছের ক্রেতা ঢাকা যাত্রাবাড়ির মান্নান মোল্লার ছেলে শহীদ মোল্লা (৩৫)।
চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীর কাছে একটি খবর আসে হাইমচর থেকে কাভার্ড ভ্যান বোঝাই জাটকা ইলিশ ঢাকায় পাচার হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ওয়াররলেস বাজার এলাকায় পুলিশ অবস্থান করে জাটকা বোঝাই গাড়িটি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাছসহ আটক ৩ জনকে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর কাভার্ড ভ্যানসহ জাটকা জব্দ, আটক ৩