চাঁদপুর জাটকা রক্ষা জেলা টাস্কফোর্স কমিটির সভা

জাটকা এবং মা ইলিশ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে
………মো. মাজেদুর রহমান খান


সজীব খান/ শাহ আলম খান
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, যত জেলে নৌক আছে সবগুলো তালিকা করে রেজিস্ট্রশন করা হবে। প্রত্যেক নৌকায় চিপসেট লাগানো হলে সহজেই নৌকাগুলোর অবস্থান জানা যাবে। এই কাজের জন্য একটি এ্যাপস ব্যবহার করা যাবে। যারা তরুণ কর্মকর্তা আছেন, তারা উদ্যোগ নেন। টাকার কোন সমস্যা হবে না। এখানে অনেক ব্যাংক আছে, যারা স্পন্সর করতে পারে। টাস্কফোর্সে যারা কাজ করেন তাদের আর বেশি কাজ করতে হবে না। ল্যাপটপে এ্যাপস নিয়ে বসেই কাজ করবেন। কোন নৌকা কোথায় আছে খুব সহজেই জানতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন। তাদের ডেকে আনতে পারবেন, কথা না শুনলে ব্যবস্থা নিবেন।
গতকাল রোববার বিকাল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা মৎস্য অফিসের আয়োজনে জাটকা রক্ষা সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই এ্যাপসের আওতায় প্রথমে জেলে নৌকাগুলো আনা হবে। পরবর্তীতে আমরা লঞ্চসহ বাকি নৌযানগুলো আওতায় আনবো। এই সফট্ওয়্যারের মাধ্যমে একটি লঞ্চ আরেকটির অবস্থান জানতে পারবে। একটি আরেকটির সাথে হিট করার আগেই তথ্য জানতে পারবে। বাংলাদেশের কোথাও এ ধরনের সফট্ওয়ার এখনো তৈরী হয়নি। আপনারা উদ্যোগ নেন।
জেলা প্রশাসক বলেন, এ্যাপসের মাধ্যমে আমরা চাঁদপুরের ৫১ জেলের মধ্যে কতজন নৌকা নিয়ে নদীতে এবং কতজন পাড়ে আছে তা জানতে পারবো। এখন অনেক আধুনিক টেকনোলজি হয়েছে। এই বিষয়টা অনেক সহজ মনে হয়। কিন্তু বাংলাদেশে কেথায় এখনো হয়নি। আমরাই চাঁদপুর শুরু করি। কারণ বাংলাদেশের কোথায়ও নৌপথ নিরাপদের জন্য এ ধরনের ব্যবস্থা হয়নি। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করেছেন, তার অংশ হিসেবে আমরা এই পদ্ধতি ব্যবহার করবো। এসব কাজগুলো করতে পারলে আমরা জাটকা ও মা ইলিশ ধরা বন্ধ নিশ্চিত করতে পারবো।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী স্বচ্ছতায়, জবাবদিহীতায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছেন। এ বিষয়টা আমরা চাঁদপুরে নিশ্চিত করতে চাই। জাটকা রক্ষায় অভিযান এ বছর সর্বোচ্চ সুন্দরভাবে করা হবে। এই অভিযানের সাথে আরো অনেক উপকরণ যোগ হবে। যাতে কোনোভাবে জাটকা এবং মা ইলিশ নিধন না করতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, জেলা নৌকা মালিক সমিতির সভাপতি শাহ্ আলম মল্লিক, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি ওমর আলী প্রধানিয়া।
উপস্থিত ছিলেন এনএসআই’র যুগ্ম-পরিচালক আজিজুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি হাজি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক রোটা. হাজি সবে বরাত, বরফকল মালিক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. রফিকুল্লাহসহ বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ।