স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।
ইফতারে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. লতিফ শেখ, অ্যাড. জাহাঙ্গীর হোসেন, অ্যাড. মনোয়ারুল ইসলাম, অ্যাড. মোবারক হোসেন, অ্যাড. ইব্রাহীম খলিল, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. শাহাজাহান মিয়া, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. লোকমান হোসেন, অ্যাড. এটিএম মোস্তফা কামাল, অ্যাড. হুমায়ন কবির, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জাতীয়তাবাদী, আওয়ামী ও ইসলামিক ল’ইয়ার্স ফোরামের আইনজীবীসহ অতিথিবৃন্দ।