চাঁদপুর জেলা শ্রমিক লীগের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনাকে আবারো এদেশের প্রধানমন্ত্রী করতে হবে। কারণ শেখ হাসিনা জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তার একটিই লক্ষ্য এদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করা।
তিনি আরো বলেন, নির্বাচনে শ্রমিক লীগকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। দেশের সব আন্দোলন-সংগ্রামে শ্রমিক লীগের ভূমিকা রয়েছে। মনে রাখবেন আগামি নির্বাচনে জয়লাভ করতে হলে আপনাদেরই শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা সবার কাছে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সন্তোষ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী ও সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদ সর্দার, প্রচার সম্পাদক ইউছুফ আলী মাঝি, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহ আলম মিয়াজী ফুটন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াজী, জেলা সিএনজি শ্রমীক লীগের সভাপতি শাহরিয়ার ওমর ফারুক, সাধারণ সম্পাদক সফিক গাজী, বিআইডব্লিউটিএ’র সভাপতি আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।