
স্টাফ রিপোর্টার
আগামি ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার পর পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে এই পর্যন্ত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন।
গত ১৮ ফেব্রুয়ারি সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুর জেলা নির্বাচন অফিস ও সদর উপজেলা নির্বাচন অফিস থেকে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- ২নং ওয়ার্ডের মো. মালেক শেখ, ৩নং ওয়ার্ডের গাজী মো. হাসান, ৫নং ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মো. ইকবাল বেপারী ও মো. সফিকুল ইসলাম, ১২নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান দর্জি ও মো. শরীফ উদ্দিন আহমেদ, ১৩নং ওয়ার্ডের মো. সেলিম গাজী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রেবেকা সুলতানা বকুল।
উল্লেখ্য, নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।