চাঁদপুর পৌর আ.লীগের জরুরি সভা


দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করলে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, প্রচার ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আ. রশিদ খান, যুব ও ক্রীড়া সম্পাদক বিপ্লব চক্রবর্ত্তী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কবির পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. লোকমান হোসেন, সদস্য রেজওয়ানুর রহমান রিজু পাটওয়ারী, আলমগীর হায়দার ভূঁইয়া, বাবুল পাটওয়ারী, মাহাবুব খানসহ পৌর ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকরা।
সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হলো- আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ কাজ করতে পারবেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করলে ব্যবস্থাগ্রহণ করা হবে। তফসিল ঘোষণার আগে পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের নাম ব্যবহার করে পোস্টার ও ব্যানারের মাধ্যমে প্রচার-প্রচারণা করা যাবে না। দলীয় শৃঙ্খলা ভঙ করে কেউ কাজ করলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থাগ্রহণ করা হবে।

১৬ সেপ্টেম্বর, ২০১৯।