চাঁদপুর পৌর আ.লীগের মতবিনিময় সভা


গুজবে কান দিবেন না….আবু নঈম পাটওয়ারী দুলাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে সারাদেশে এক ধরনের গুজব চলছে, আপনারা সেসব গুজব ছড়াবেন না এবং গুজবের দিকে কান দিবেন না। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে জম্মু ও কাশ্মীর নিয়ে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, সেই ব্যাপারে কোন কথা বলা যাবে না। এটা কোন হিন্দু-মুসলমানের বিষয় নয়। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এইসব নিয়েও অনেক গুজব হতে পারে, সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, কৃষি বিষয়ক সম্পাাদক অজয় কুমার ভৌমিক, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মফিজ বেপারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মান্নান শেখ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মনির আহম্মেদ, এসএএম সালাউদ্দিন, অ্যাড. বদিউজ্জামান কিরন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ানসহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

১০ আগস্ট, ২০১৯।