চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট আত্মমানবতার সেবায় প্রস্তুত ও সক্ষম

--------আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিট বর্তমানে আগের চেয়ে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী ও গতিশীল। কারিগরি ও প্রযুক্তিগত দিক দিয়েও রেড ক্রিসেন্টকে আরো দক্ষ করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম সক্রিয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আত্মমানবতার সেবার জন্য চাঁদপুর ইউনিট এখন অধিকতর প্রস্তুত ও সক্ষম।
তিনি গতকাল রোববার সকালে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
চাঁদপুর ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সদস্য সুভাষ চন্দ্র রায়, মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, রেহানা আক্তার, আবু নছর বাচ্চু পাটওয়ারী। সভা পরিচালনা করেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলাম। সভায় সংস্থার বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য আলহাজ আবুল কালাম পাটওয়ারীর মৃত্যুতে সভার শুরুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।