চাঁদপুর-১ আসনে ১০ প্রার্থী বৈধ ও স্বতন্ত্র ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কচুয়া ব্যুরো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ও স্বতন্ত্র ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোশারফ হোসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমদাদুল হক রুমন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাও. যোবায়ের হোসেন, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী নুরুল আলম মজুমদার, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. শহিদুল ইসলাম ও আজাদ হোসেনকে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী খন্দকার মোশরাফ হোসেনের মনোনয়ন পত্রে তথ্য সঠিক না থাকায় তা’ বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।