মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
এস এম সোহেল
চাঁদপুরে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলাকে মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঁদপুর জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম
যোগদানের পর জনবল বৃদ্ধি করে দপ্তরটিকে নতুনভাবে সাজিয়েছেন। গঠন করেছেন রেডিং টিম। এ রেডিং টিমের মাধ্যমে পুরো জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন।
চলতি বছরের মে মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত ৬০টি মামলা করে ৬৫ জনকে আটক করেছেন। এছাড়া টাস্কফোর্সের মাধ্যমে যৌথভাবে অভিযান করেছেন ৫টি।
মে মাসে ৬০টি অভিযান চালানো হয়। ৬টি মামলায় ৭ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৫ হাজার ৮শ’ ৬৫ পিস ইয়াবা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জুন মাসে ৫৫টি অভিযান পরিচালনা করা হয়। ৩টি মামলায় ৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৮শ’ ৯ পিস ইয়াবা, ৬৫০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ১টি মোটরসাইকেল জদ্ধ করা হয়।
জুলাই মাসে ৬৬টি অভিযান চালানো হয়। ১৯টি মামলায় ২০ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২ হাজার ৬৫ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের ১টি সিএনজি স্কুটার জব্দ করা হয়।
আগস্ট মাসের শুরু থেকে শেষ দিন পর্যন্ত ৭৬টি অভিযান পরিচালনা করে ৩২টি মামলা করা হয়েছে। আসামি হিসেবে আটক করা হয়েছে ৩৪ জনকে। আগস্ট মাসে মাদক উদ্ধার করা হয়েছে ২ হাজার ২শ’ ৭৭ পিস ইয়াবা, প্রায় ৮ কেজি গাঁজা ও ১শ’ ২০ বোতল ফেন্সিডিল। এসব মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ৯০ হাজার ৩শ’ টাকা।
সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানান, তিনি চলতি বছরের এপ্রিল মাসে চাঁদপুরে যোগদান করেন। তখন করোনার কারণে সবকিছু লকডাউন থাকায় আমরা অভিযান করা সম্ভব হয়নি। এখন পুরো জেলায় অভিযান চলছে। চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আগামিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এজন্য চাঁদপুর জেলার সবার সহযোগিতা কামনা করছি।
২ সেপ্টেম্বর, ২০২০।
