
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মো. আবুল হোসেন ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে মো. জামান সরকারকে মনোনীত করায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।
গতকাল সোমবার মতলব উত্তরের ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হোসেন ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামান সরকারের নেতৃত্বে ছেংগারচর বাজারে বিরাট এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শেষে পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামান সরকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ আল-মাহমুদ টিটু মোল্লা, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও নব-গঠিত পৌর যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. রেফায়েত উল্লাাহ দর্জি, সদস্য মো. আলমগীর হোসেন মোল্লা, মো. শাহনূর বেপারী, মো. আল-আমিন সরকার, মাহাবুব আলম বাবু, মো. ওমর খান, মো. শাহাদাত হোসেন খোকন ঢালী প্রমুখ।
১৭ সেপ্টেম্বর, ২০১৯।
