জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চাঁদপুরে যুবলীগের সমাবেশ

যাদের কাছে ধর্ম ও দেশের মানুষ নিরাপদ নয় তাদের প্রতিহত করা হবে
…………..মাহফুজুর রহমান টুটুল
স্টাফ রিপোর্টার
জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চাঁদপুর জেলা যুবলীগ। সোমবার (৩০ নভেম্বর) জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
তিনি তার বক্তব্যে বলেন, যাদের কাছে ধর্ম নিরাপদ নয় তাদের কাছে জাতির জনকসহ প্রধানমন্ত্রী ও দেশের নাগরিকরাও নিরাপদ নয়। মামুনুল হক নবীজীকে নিয়ে বিদ্রুপপূর্ণ অভিব্যক্তি প্রকাশ করেছেন, তিনি নবীজী কিভাবে কথা বলতেন তা ঠোট নাড়িয়ে দেখিয়েছেন যা আমরা কোন ধর্মপ্রাণ মুসলমান মেনে নিতে পারি না। জঙ্গি ও মৌলবাদীরা দেশের উন্নয়ন অগ্রগতি মেনে নিতে পারছে না, তাই তারা দেশের শান্ত পরিবেশ অস্থির করতে জাতির জনকের ভাষ্কর্য নির্মাণে বাঁধা প্রদান করছে। পৃথিবীর সব মুসলিম দেশে ভাষ্কর্য রয়েছে।
তিনি আরো বলেন, পাকিস্তানী ও জামায়াত-বিএনপির দোসররা আজ আবার মাথাচারা দিয়েছে। আমরা এদের আগের মতো রাজপথে প্রতিহত করবো। যাদের কাছে ধর্ম নিরাপদ নয় দেশের মানুষ নিরাপদ নয় তাদের প্রতিহত করতেই হবে।
জেলা যুবলীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজীর পরিচালানায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, শহর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, জেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী, জিয়াউল আমিন দীপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা যুবলীগ, পৌর যুবলীগ ও সদর থানা যুবলীগ স্ব-স্ব ব্যানার নিয়ে শহরে মিছিল বের করে। মিছিল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
০১ ডিসেম্বর, ২০২০।